প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৫, ২০২৫ সময়ঃ ১০:২২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৪ অক্টোবর) সকাল দশটা হতে দুপুর আড়াইটার পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। গফরগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।
এসময় গফরগাঁও মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ রিয়েল সরকার, সাধারণ সম্পাদক এস.এম রিয়াজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইকরাতুল জান্নাত, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তানভীর আহমেদ অনিকসহ বিভিন্ন মেডিকেল কলেজের ২০ জন শিক্ষার্থী ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
গফরগাঁও মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রিয়েল সরকার বলেন, রক্তদানে উৎসাহিত করার লক্ষে গফরগাঁওয়ে মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছর এভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
#####
####

