প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৫, ২০২৫ সময়ঃ ৫:০৬ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় অবস্থিত ওরিয়ন নীট টেক্সটাইল লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গতকাল রোববার (৫ অক্টোবর) সকালে শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে কারখানার পাশে আইডিয়ালমোড় এলাকায় সমাবেশ করা হয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে দাবিদাওয়ার বিষয়ে শ্রমিকদের আস্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ সেপ্টেম্বর থেকে অর্ডার না থাকায় কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে। এ অবস্থায় মালিকপক্ষের কোনো সিদ্ধান্ত বা যোগাযোগ না থাকায় শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ ও অনিশ্চয়তা। সেপ্টেম্বর মাসের বেতন না পাওয়া ও চাকরি হারানোর আশঙ্কায় রোববার সকালে প্রায় ৮০০ থেকে ১০০০ শ্রমিক জামিরদিয়ার আইডিয়াল মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন কারখানার শ্রমিক তোতা মিয়া। তিনি জানান, ফ্যাক্টরিতে কর্মরত ৪২ জন ম্যানেজমেন্ট স্টাফের আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও এখনও দেয়া হয়নি। এছাড়া রিজাইনকৃত ৫৩ জন শ্রমিকের বেনিফিটসহ অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি। তারা আরো জানান, আগামী ৮ অক্টোবরের মধ্যে তাদের দাবিদাওয়া পূরণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
খবর পেয়ে ভালুকা আর্মি ক্যাম্পের টহল টিম, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) মো: ফরহাদ হোসেন খান জানান, মালিকানা দ্বন্দ্বে তাছাড়া কারখানাটির উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হচ্ছেনা। এ ব্যাপারে মালিকপক্ষের সাথে আলোচনা চলছে।

