প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৫, ২০২৫ সময়ঃ ১২:৪৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে টাঙ্গাব ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৪ অক্টোবর) বিকেলে স্থানীয় টাঙ্গাব বাজার মাঠে উপজেলার ১৫নং টাঙ্গাব ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। বিশেষ অতিথি ছিলেন পাগলা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম।
পাগলা থানা কর্মপরিষদের সদস্য ও টাঙ্গাব ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ জাহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও আব্দুর রউফ আফিফের সঞ্চালনা পথসভায় আরও বক্তব্য রাখেন টাঙ্গাব ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মোশাররফ হোসেন সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ন্যায়, ইনসাফ ও আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।
তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
###

