প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩, ২০২৫ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ করে বাগানের রূপান্তরিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত জায়গার পরিষ্কার সহ বৃক্ষরোপণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ন- আহবায়ক ও গফরগাঁও আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলমগীর মাহমুদ আলম।
এছাড়াও তিনি ট্রেন যাত্রীদের গরমে দুর্ভোগের কারণে প্ল্যাটফর্মে ফ্যানের ব্যবস্থা করে দেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন করেন তিনি।
এ সময় বিএনপির উপজেলা, পাগলা থানা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
####

