প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২, ২০২৫ সময়ঃ ১:৪১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
গাজীপুরের টঙ্গীতে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো ফায়ার ফাইটার নুরুল হুদার স্বজনদের পাশে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি নেতৃবৃন্দ।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান এর নেতৃত্বে দলের অন্যান্য নেতৃবৃন্দ বুধবার (১ অক্টোবর) উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং খোঁজ খবর নেন।
এ সময় ফায়ার ফাইটার নিহত নুরুল হুদার শোকাহত পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও নিহতের মেয়ে নুসরাত ও ছেলে আবিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন মুশফিকুর রহমান। নিহতের বাবা আবুল মুনসুর, মা শিরীন আক্তার, স্ত্রী আসমা আক্তার এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা মুশফিকুর রহমান বলেন, নুরুল হুদা আমাদের জাতীয় বীর। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের পাশে থাকবো সবসময় আমরা।
ফায়ার ফাইটার নুরুল হুদার পিতা আবুল মুনসুর বলেন, নুরুল হুদার অন্তঃসত্তা স্ত্রীসহ আমাদের পরিবারের খোঁজখবর নিতে আসা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরে মুশফিকুর রহমান এলাকাবাসী ও নেতাকর্মীদের নিয়ে নিহত নুরুল হুদার কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন, গফরগাঁও পৌর বিএনপি সাবেক সদস্য সেলিম আহমেদ, শফিক আহমেদ, গফরগাঁও উপজেলা বিএনপি নেতা নুরু মিয়া, মোশারফ হোসেন, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল বাপ্পী, উপজেলা যুবদলের সদস্য মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জহিরুল ইসলাম মিন্টু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ, শ্রমিক দল নেতা পারভেজ আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর নুরুল হুদা মারা যান। পরে গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নুরুল হুদা টঙ্গীতে ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। তিনি চাকরিতে যোগ দেন ২০০৭ সালের ২৯ মার্চ। তিনি মা, বাবা, অন্তঃসত্তা স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রেখে গেছে।
#####

