প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১, ২০২৫ সময়ঃ ১২:০০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য এবং গফরগাঁও আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল-ফাতাহ্ খান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও সার্বিক খোঁজখবর নেন এবং ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
জানা গেছে, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য এবং গফরগাঁও আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল-ফাতাহ্ খান মঙ্গলবার রাত পর্যন্ত পৌর শহরের সনাতন যুব সংঘ সার্বজনীন দূর্গাপূজা মণ্ডপ
শ্রী শ্রী মঙ্গল চন্ডী যুব সংঘ শারদীয়া দূর্গাপূজা মণ্ডপ, শিলাসী কালি বাড়ী মহামায়া যুব সংঘ
শারদীয়া দূর্গাপূজা মণ্ডপ, উস্থি হরিপুর সার্বজনীন দূর্গাপূঁজা মন্দির, মশাখালীর মূখী নদীরপাড় সূত্রধর বাড়ী শারদীয়া দূর্গাপূজা মণ্ডপ, শাঁখচূড়া আমাটিয়া শারদীয়া দূর্গা পূঁজা মন্ডপ সহ বেশ কয়েকটি দূর্গা পূঁজা মন্ডপ পরিদর্শন করেন।
এ্যাড. আল-ফাতাহ্ খান বলেন, পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়নের পূঁজামন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা বিনিময় করা হয়।
তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু-মুসলমানের ঐতিহাসিক বন্ধন অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা সবাই এই দেশের নাগরিক, এখানে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই।”
এ সময় তার সাথে পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, পাগলা থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহমেদ, পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সবুজ, আলাউদ্দিন ধনু, পাঁচবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম হোসেন সহ উপজেলা, পাগলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
####

