প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫ সময়ঃ ৬:৪২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আগামী শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাহিন, গফরগাঁও থানার ওসি মোঃ বাচ্চু মিয়া, পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, বিভিন্ন ইউপির প্রশাসক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সহ সাধারণ সম্পাদক মৃদুল সাহা চৌধুরী, বিভিন্ন পৃজা মণ্ডপের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর গফরগাঁও উপজেলায় মোট ২০ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
####