প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ

Spread the love
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় উপজেলা যুবদল নেতা মো. মাহমুদুর রহমান মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। বৃহষ্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা উল্লেখ করেন, উপজেলা যুবদল নেতা মো. মাহমুদুর রহমান মাহমুদ রাজনীতির পাশাপাশি মাছের ব্যবসা করেন। এদিকে, ভালুকা কলেজ ছাত্রদলের নেতা শান্ত বেশ কিছুদিন ধরে মাহমুদুর রহমানের কাছে চাঁদা দাবি করে আসছিলো। ঘটনার দিন গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় বসে চা পান করার সময় শান্তর নেতৃত্বে ১০-১৫ জন মাহমুদুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় চাঁদা না পেয়ে তারা মাহমুদুর রহমানের উপর হামলা চালিয়ে তাকে আহত করেন। পরে, ওই ঘটনায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে থানায় লিখিত অভিযোগ করা হলেও থানা পুলিশ এখনো মামলাটি আমলে নেয়নি। কাজেই, মাহমুদুর রহমানের উপর হামলা এবং থানা পুলিশ মামলা না নেয়ার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ সমাবেশ। একই সাথে বক্তারা, ঘটনায় আগামী ২৪ ঘন্টার মাঝে ওই হামলা ঘটনার মামলা আমলে না নেয়া হলে হরতালসহ বৃহৎ আন্দোলনের কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন।
সমাবেশে বক্তৃতা করেন, যুবদল নেতা মো. সমর পাঠান, যুবদলনেতা সোহেল ফেরদৌস শাহীন, উপজেলা যবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এসএম সাইদুল ইসলাম, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মাজহারুল ইসলাম প্রমূখ। জেলা ও উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ ওই সময় উপস্থিত ছিলেন। এর আগে মিছিলকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্তাধিন আছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com