প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ১০:৩২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে হাতে ফুল বা ছিটিয়ে বরণ করে নেওয়া হলো ময়মনসিংহের গফরগাঁও মহিলা কলেজের দেড় শতাধিক নবীন শিক্ষার্থীকে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ২০২৫-২৬ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে গোটা কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি, আনন্দ, আড্ডা ও উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
গফরগাঁও মহিলা কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজের গর্ভনিংবডির সভাপতি মোঃ মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালের প্রতিনিধি, গর্ভনিংবডির সদস্য ও গফরগাঁও পৌর যুবদলের সভাপতি মোঃ ছাইফুল ইসলাম রিপন।
কলেজের প্রভাষক সাব্বির কামাল ও শাহিদুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহযোগী অধ্যাপক কমলেন্দু দাস, সহযোগী অধ্যাপক শাহনারা পারভীন, সহযোগী অধ্যাপক শিপ্রা রাণী চন্দ, সহকারী অধ্যাপক আঃ ছালাম, সহকারী অধ্যাপক আশরাফুল আলম সুরুজ, প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক মুহিবুর রহমান ও হিসাব রক্ষক সাইফুল ইসলাম হেলাল প্রমূখ।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক আহসান হাবিব ও শরীর চর্চা শিক্ষক রমিজা খাতুন।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের গর্ভনিংবডির সভাপতি মোঃ মাসুদ পারভেজ বলেন, গফরগাঁও মহিলা কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। নতুন প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
তিনি আরো বলেন, মহিলা কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য আমি প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করব। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন তোমাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, আমাকে বা কলেজকে ভাল ফলাফল উপহার দিতে হবে।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভাল বিষয়ে চান্স পেয়ে ভর্তি হচ্ছে, বিসিএস সহ বড় বড় পদ অলংকৃত করে উন্নত জীবন- যাপন করছে, যা দেশের নারী শিক্ষার অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে।
####