প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৭:৩১ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার।।
ইসলামী গণতান্ত্রিক পার্টির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গফরগাও শিবগঞ্জ রোডে দলের গফরগাঁও উপজেলা শাখা আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -১০ (গফরগাঁও -পাগলা) আসন থেকে নিজে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেন, ইসলামী গণতান্ত্রিক পার্টি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রতিটি নেতা কর্মীকে সজাগ ও সচেষ্ট থাকতে হবে। আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধ,স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতবাকে বুকে ধারণ করে ইসলামী গণতান্ত্রিক পার্টি কে এগিয়ে নিতে হবে। আমাদের লক্ষ্য মহানবী সাঃ এবং সাহাবী (রাঃ) গণের অনুসরণে একটি অসাম্প্রদায়িক, নিয়মতান্ত্রিক ও আদর্শ রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা। শান্তির ধর্ম ইসলাম সকল প্রকার সন্ত্রাস ও হানাহানির বিপক্ষে। তাই আমাদের কে সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি পরিহার করে ইসলাম নির্দেশিত অসাম্প্রদায়িক, শান্তি ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে হবেে। এবং প্রচলিত ভোগের রাজনীতি পরিহার করে ত্যাগের রাজনীতির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, বাংলাদেশ এখন একটি সংকটময় পরিস্থিতিতে আছে। একদিকে মব সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যদিকে হতোদ্যম আইন শৃংখলা রক্ষা বাহিনী। এক মাত্র সেনাবাহিনীর উপর ভর করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধিকিধিকি প্রদীপের মতো জ্বলছে।এই পরিস্থিতিতে দেশে গণতন্ত্র উত্তরণের কোনো বিকল্প নেই। একমাত্র একটি নির্বাচিত সরকার এসে যদি হাল ধরে তাহলেই দেশের চলমান নাজুক৷ পরিস্থিতি সামাল দেয়া সম্ভব।
আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি নেয়ার জন্য এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
দলের গফরগাঁও উপজেলা শাখার আহ্বায়ক মুফতি মাওলানা মোঃ হুমায়ুন কবির এর সভপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা আনিসুর রহমান শেখ, কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য মাওলানা আল আমীন গোলন্দাজ। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।
####