প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ সময়ঃ ৩:০৮ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হামলা, ভাঙচুর, চাঁদাবাজি এবং অপপ্রচারের অভিযোগ তুলেছেন ধীতপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরমান মীর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভালুকার সিটি গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।
আরমান মীর অভিযোগ করে বলেন, তার এলাকার কতিপয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা দীর্ঘদিন ধরে নানা অপকর্মের সঙ্গে জড়িত। সম্প্রতি উপজেলা যুবদলের এক প্রভাবশালী নেতার সহযোগিতায় তারা আবারো সক্রিয় হয়ে উঠেছেন।
তিনি আরো বলেন, গত ৭ সেপ্টেম্বর দুপুরে ধীতপুর বাজারে তার ব্যক্তি মালিকানাধীন অফিসে বসে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা পলাশ ও যুবলীগ নেতা ফাহাদের নেতৃত্বে ১০/১২ জন লোক তার সহকর্মী ওয়াছিকুল ইসলামের ওপর হামলা চালায়। বাঁধা দিলে তাকে গালাগাল করে অফিসে ভাঙচুর চালানো হয় এবং ক্যাশ বাক্স থেকে টাকা লুট করে নেয়া হয়। এ ঘটনায় আহত ওয়াছিকুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরমান মীর জানান, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং থানায় অভিযোগ দিতে বলেন। তবে পরে প্রভাবশালী স্থানীয় যুবদল নেতার সহায়তায় হামলাকারীরা থানায় গিয়ে মামলা না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। পুরো ঘটনার প্রমাণ মডেল থানার সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত আছে বলেও দাবি করেন তিনি।
নিজেকে দীর্ঘদিনের যুবদলকর্মী পরিচয় দিয়ে আরমান মীর বলেন, তিনি রাজনীতির পাশাপাশি প্রায় ৮০ একর জমিতে মাছ চাষ করে সফল ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। ব্যক্তিগত সাফল্য ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তার সুনাম নষ্ট করতে হামলা, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।