প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৭, ২০২৫ সময়ঃ ১১:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা ডিসপেনসারি হলরুমে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং স্বাস্থ্য সহকারী ফজলুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাচ্চু মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীম জাহান তন্বী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আঃ কুদ্দুস, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটির নেতারা
ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ইউএনও এন. এম. আব্দুল্লাহ-আল-মামুন টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য ভ্যাকসিন ব্যবহারের গুরুত্ব ও এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং টাইফয়েড ভ্যাকসিন কাদের জন্য প্রযোজ্য, কিভাবে এটি দেওয়া হয় এ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।

এতে জানানো হয়, দেশে প্রথমবারের মতো আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে সরকার। টাইফয়েড জ্বর প্রতিরোধে দেশব্যাপী ৯ মাস হতে ১৫ বছর বয়সী প্রায় ১ লক্ষ ৩৭ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। বিনামুল্যে এ টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।
এটি উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং কম বয়সী শিশুদের জন্য উপযোগী এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়। এটি একটি নিরাপদ ভ্যাকসিন।
######

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com