প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৬, ২০২৫ সময়ঃ ৬:২৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহ নগরীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী কে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র্যাব ১৪। গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দ শাহ আলম(৩৫) ও আল-আমিন(২২)। সোমবার(২৫ শে আগস্ট) রাতে নগরীর চরপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ময়মনসিংহ র্যাব ১৪।
র্যাব জানান, সোমবার রাত পৌনে ১০টায় ময়মনসিংহ নগরীর চরপাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর সামনে দস্যূতার চেষ্টাকালে উপস্থিত লোকজনের সহযোগীতায় ছিনতাইকারী মোঃ সৈয়দ শাহ আলম(৩৫) কে হাতেনাতে গ্রেপ্তার করে।
অপর একটি অভিযানে রাত সোয়া ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর চরপাড়া প্রাইমারী স্কুল রোড হোটেল আল-মদিনা রেস্তোরার সামনে পাকা রাস্তার উপর একজন ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের টহল গাড়ীর উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী মোঃ আল-আমিন পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে।
উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মোঃ আল আমিন এর দেহ তল্লাশি করে ছিনতাইকৃত ৩টি এন্ড্রোয়েড মোবাইল এবং পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো ২ টি বাটন মোবাইল সহ সর মোট ৫ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানান, জনগনের নিরাপত্তা ও সমাজের আইন-শৃংখলা রক্ষায় র্যাবের এমন অভিযান পরিচালনা করার ফলে স্থানীয় জনমনে স্বস্তি বিরাজ করছে এবং র্যাবের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।