প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৯, ২০২৫ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ‘জুলাই স্মৃতি’ এক প্রীতি ফুটবল ম্যাচ মঙ্গলবার বিকালে (২৯ জুলাই) ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দলের আদলে ব্রাজিল ও আর্জেন্টিনার মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল-আর্জেন্টিনা দলকে ২-০ গোলে পরাজিত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর সাইফুল্লাহ পাঠান ফজলু, পৌর বিএনপি আহবায়ক আলহাজ হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলমগীর হোসেন, কামরুল হাসান ও রাফি উল্লাহ চৌধুরী (প্রমুখ)।
মোট পড়া হয়েছে: ৯