প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৯, ২০২৫ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও-পাগলা থানা দুই সাংগঠনিক শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি- সেক্রেটারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
গত সোমবার বিকেলে পাগলা থানা জামায়াত কার্যালয়ে এ কর্মশালা উপলক্ষে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর শাখা জামায়াতের সভাপতি সেক্রেটারিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাষ্টার।
তিনি বলেন, আমার মূল লক্ষ আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মানুষের কল্যাণে কাজ করি।
তিনি আরও বলেছেন, ইউনিয়ন দায়িত্বশীলদের সংগঠনের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করতে হবে। ইউনিয়ন সভাপতি-সেক্রেটারিদের দেখেই সাধারণ মানুষ জামায়াতে ইসলামী সম্পর্কে ভালো-মন্দ ধারণা পোষণ করে থাকে। ফলে আপনাদেরকে সবরের মাধ্যমে দ্বীন কায়েমের কাজকে এগিয়ে নিতে হবে। যেকোনো পরিস্থিতিতে সাহসিকতার সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতার আলোকে ময়দানকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল করতে হবে। প্রত্যেক গ্রাম পাড়ায় মহল্লায় সকলের কাছে সংগঠনের দাওয়াত পৌঁছাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সু-মহান আদর্শের আলোকে গড়ে তুলতে হবে। পরিবার, রাষ্ট্র, সমাজ—সর্বক্ষেত্রে নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে হবে। এজন্য আধিপত্যবাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ইসলামী সমাজ বিনির্মাণে দায়িত্বশীলদের আল্লাহর উপর তাওয়াক্কুল করে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
উক্ত সভায় গফরগাঁও উপজেলা ও পাগলা থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
####