প্রকাশিত হয়েছেঃ জুলাই ৮, ২০২৫ সময়ঃ ৫:৫০ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ভালুকায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আকলিমা খাতুন (২৫) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮জুলাই) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকার আঃ লতিফের বিল্ডিং এর দ্বিতীয় তলার ভাড়াটিয়া স্থানীয় একটি এনজিওর কর্মী আকলিমা খাতুন সোমবার দিবাগত রাতে ঘুমাতে যান। মঙ্গলবার অধিক বেলা হয়ে যাওয়ার পর রুমের দরজা না খোলায় অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আকালিমার মরদেহ উদ্ধার করে। এ সময় রুম থেকে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায় বলে জানান লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এস আই গোবিন্দ দাস। তিনি আরও জানান, প্রাথমিক ধারণা হতাশা থেকে মেয়েটি আত্মহত্যা করতে পারে। নিহত আকলিমা উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামের আবুল হোসেনের মেয়ে। সে আঃ লতিফের বাসায় মুন্নি আক্তার নামের এসকিউ কারখানার এক শ্রমিকের সাথে সাবলেট হিসেবে ভাড়া থেকে স্থানীয় একটি এনজিওতে চাকুরি করতো বলে জানা যায়।।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com