প্রকাশিত হয়েছেঃ জুলাই ৮, ২০২৫ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সেবা প্রত্যাশীদের নিকট থেকে টাকা আদায় এবং ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই ঔষধ রাখার দায়ে মঙ্গলবার (০৮ জুলাই) সকালে ভালুকা পৌরসভার ভান্ডাব গ্রামের আছমত আলীর ছেলে সোহেলকে (৩৭) তিন দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত একটি ভ্রম্যমান আদালত ওইদিন সকালে ভালুকা উপজেলার স্বাস্থ্যকমল্পেক্স এলাকায় অভিযান চালায় এবং সেবা প্রত্যাশীদের কাছ থেকে টাকা আদায় এবং ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই ঔষধ রাখার দায়ে সোহেল (৩৭) নামের একজনকে আটক কওে তিন দিনের সাজা দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন জানান, আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মোট পড়া হয়েছে: ৪