প্রকাশিত হয়েছেঃ জুন ২৫, ২০২৫ সময়ঃ ৩:৩০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গফরগাঁও উপজেলা কমান্ড এর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বুধবার (২৫ জুন) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলমের সভাপতিত্বে ও জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম চঞ্চলের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির নেতা আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক কামাল, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, মোঃ আব্দুর রউফ, মোঃ জালাল উদ্দিন ও মোঃ আবু সাঈদ সহ আরো অনেকেই প্রমূখ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।
####