প্রকাশিত হয়েছেঃ জুন ২৪, ২০২৫ সময়ঃ ৯:২৫ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার “জুলাই যোদ্ধা” গণের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) বিকালে গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আবদুল্লাহ- আল- মামুন। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই যোদ্ধা” গণ দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
শেষে “জুলাই যোদ্ধা” ৯ জনের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা , সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com