প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৮, ২০২৫ সময়ঃ ৬:১১ অপরাহ্ণ

Spread the love

জালালুর রহমান, মৌলভীবাজার।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেনের হত্যার বিচারের দাবীতে এবং ২৪ ঘন্টার ভিতরে আসামীদের গ্রেপ্তারের দাবিতে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসী এবং স্বেচ্চায় রক্তদান সামাজিক সংগঠনের আয়োজনে (২৮ এপ্রিল) সোমবার দুপুরে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মানববন্ধনে বাজার ব্যবসায়ী সফিক মিয়ার সভাপতিত্বে ও মোস্তফা আহমদ ও আবু হানিফা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিহত ইকবালের পিতা এলাইচ মিয়া, সানওয়ার আহমদ,  কয়েছ আহমদ, সুবাশ মল্লিক, গিয়াস মিয়া, পারভেজ মিয়া, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা হাসান, নান্টু দেব, শামিম আহমদ, সোয়েব আহমদ ফাহিম সহ আরো অনেকে।

মানববন্ধনে শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ ও হত্যার পর রেললাইনে ফেলে রাখা হয়েছিলো যেন এটি দুর্ঘটনা মনে হয়, এমনটা দাবি করেন বক্তারা। আগামী ২৪ ঘন্টার ভিতরে তদন্তপুর্বক ইকবাল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জোর দাবী জানান। নিহত ইকবাল উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের এলাইছ মিয়ার পুত্র।

উল্লেখ্য নিহতের স্বজনরা জানান, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে খবর আসে সে  নিখোঁজ হয়েছে। পরদিন ২৭ এপ্রিল  কমলগঞ্জের বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে ২৭ এপ্রিল সন্ধা ৭ ঘটিকায় তার নিজ গ্রামে দাফন কাফন সম্পন্ন হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com