প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৬, ২০২৫ সময়ঃ ৯:১০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রতন মিয়া (৪৫) নামে এক বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দীঘা পুলিয়াদি গ্রামে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী মেয়ে রিক্তা আক্তার (১৬) বুধবার দুপুরে কালবৈশাখী ঝড়ের পর বাড়ির পানি মটরের সুইচ অন করেন। কিন্তু পানি মটরের সংযোগ দেওয়া তারের ত্রুটির কারণে পানির কলের পাশের টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়ে যাওয়ার রিক্তা আক্তার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। এ সময় রিক্তার মা চিৎকার শুরু করলে মেয়েকে বাঁচাতে ছুটে যান বাবা রতন মিয়া। কিন্তু তিনি বিদ্যুতায়িত টিনের বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি মোঃ সোহরাবের বড় ছেলে। এই মর্মান্তিক ঘটনার
এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
###