প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৬, ২০২৫ সময়ঃ ৯:০৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও বাজারে বিশিষ্ট ব্যবসায়ী, রাঘাইচটি গ্রামের বাসিন্দা শহীদ আব্দুল বেপারী’র ৫৪ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। তিনি ১৯৭১ সালে ১৭ এপ্রিল সকাল নয়টার পাকিস্তানী হানাদার বাহিনীর বোমারু বিমান গফরগাঁও বাজারে আক্রমণ করে। বোমা নিক্ষেপ ও মেশিন গানের গুলি ছুঁড়লে ঐ গুলিতে আব্দুল বেপারী শহীদ হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন ।
দেশ স্বাধীনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম গফরগাঁও মধ্যবাজার প্রবেশ পথে শহীদ আব্দুল বেপারী নামে তোরণ নির্মাণে উদ্বোধন করেন।
এ উপলক্ষে মরহুমের রাঘাইচটি গ্রামে নিজ বাড়িতে দুপুর দেড়টার মরহুমের স্মৃতিচারণ, দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গ পক্ষ হতে উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন।
####

