প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৩, ২০২৫ সময়ঃ ৬:১৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় কাল বৈশাখী ঝড়ে উপড়ে পাশের মাছের খামারে পড়ে গিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্মানাধিন বিদ্যুৎ লাইনের ৮টি খুঁিট। এর প্রভাবে পাশের একটি চলমান লাইনের খুঁটি ভেঙ্গে বিদুৎহীন হয়ে পড়েছে তিনটি গ্রামের তিন হাজার গ্রাহক। গতকাল রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার মল্লিকবাড়ি এলাকায় ভালুকা-মল্লিকবাড়ি সড়কে মল্লিকবাড়ি ব্রিজের পাশে খুঁটি উপড়ে পড়ার ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (১৩ এপ্রিল) ভালুকার বিভিন্ন এলাকার উপর দিয়ে হালকা কাল বৈশাখী ঝড় বয়ে যায়। এতে, ভালুকা-মল্লিকবাড়ি সড়কের মল্লিকবাড়ি বাজার সংলগ্ন ব্রীজের পাশের একাধিক খুঁটি উপড়ে ফিসারীতে পড়ে যায়। এর প্রভাবে পাশের লাইনের একটি খুঁটি ভেঙ্গে সড়কের উপর পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধসহ কয়েকটি গ্রাম বিদুৎহীন হয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যুতর লোকজন লাইন মেরামত করতে শুরু করে।
পিডিবি ভালুকার নির্বাহী প্রকৌশলী আনোয়ারুজ্জামান জানান, নির্মানাধিন লাইনে কয়েকেটি খুঁটি উপড়ে পড়ার প্রভাবে পিডিবির চলমান লাইনের একটি ভেঙ্গে পাশের একটি খুঁটি হেলে গিয়ে ভালুকার তিনিটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ চলছে।
মোট পড়া হয়েছে: ৬