প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৮, ২০২৫ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহর গফরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে জামতলা মোড়স্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলের কার্যালয় সামনে উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশের বক্তব্য রাখেন পাগলা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, পাগলা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোঃ রফিকুল ইসলাম, গফরগাঁও পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোজাম্মেল হক শামীম
তানভীর আহমেদ খলিল, মোফাজ্জল আনসারী, আতিকুর রহমান হিরা প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জারজ ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরবলীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় আমরা হতাশ।
বক্তারা আরও বলেন, জারজ রাষ্ট্র ইসরায়েল এখনই বিরত না হলে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করতে বাধ্য হবে। এছাড়াও তিনি ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমুহের প্রতি আহবান জানান।
##