প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ৫, ২০২৫ সময়ঃ ৫:৩৫ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার খাদে পড়ে রুবেল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) সকালে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কে উপজেলার বিরুনিয়া মোড় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল মিয়া পাশের টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রাইভেটকার যোগে সিলেট থেকে টাংগাইল নিজ বাড়ি যাচ্ছিলেন সখিপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে রুবেল মিয়া। পথে ভালুকা উপজেলার বিরুনীয়া মোড় এলাকায় পৌঁছালে (ঢাকা মেট্রো গ-৩৪-৩৪৯৩) প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালকসহ দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক রুবেলকে মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা চালক রুবেলের ভাগিনা সাজিম (১৬) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েয়ে দেন। পরে হয়তো চালক মারা যেতে পারেন।

