প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৫, ২০২৫ সময়ঃ ৪:২৭ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় পরিবহণ, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে। গতকাল (১৫ মার্চ) শনিবার দুপুরে উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় ওই মানববন্ধন ও অবরোধের ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। পরে মডেল পুলিশ ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। মানববন্ধনে ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, উপজেলা শ্রমিকদলের  সভাপতি সৌমিক হাসান সোহাগের নির্দেশে শিল্পঞ্চল মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে দোকান ও বাস কাউন্টার থেকে নিয়মিত দুইশত ও পাঁচশত টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শ্রমিক নেতা হারুন অর রশিদ, সবুজ গাজী, নান্নু লাল, শরিফ হোসেন ও আতিক বিভিন্ন ভাবে তাদেরকে হুমকি দিয়ে থাকেন।
উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ জানান, তার বিরুদ্ধে অনিত অভিযোগ সত্য নয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com