প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২৪, ২০২৪ সময়ঃ ৯:০৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে গফরগাঁও প্রেসক্লাবের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধো বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এসএম মোমতাজ উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন সোহেল, রৌহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমেদ ও ছিপান দাখিল মাদ্রাসার সুপার ময়েজ উদ্দিন প্রমুখ।
শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়।
#####