প্রকাশিত হয়েছেঃ জুলাই ২৮, ২০২৪ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় এক প্রভাবশালীর বিরুদ্ধে বনবিভাগের প্রায় চারকোটি টাকা মূল্যের জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার কাদিগড় বনবিটের আওতায় অলাব গ্রামে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভালুকা উপজেলার সিডষ্টোর লবণকোটা গ্রামের আব্দুস সামাদের ছেলে রফিকুল ইসলাম ভালুল রেঞ্জের অদিগড় বিটের আওতায়
অদিগড় মৌজার বনবিজ্ঞপ্তিত ২৫২ ও সিএস ৩০৭ নম্বর দাগে অলাব গ্রামে স্থানীয় কয়েকজনের কাছ থকে কিছু জমি ক্রয় করেন। পরে ওই জমির সাথে স্থানীয়
রতনের ভিটায় বনবিভাগের প্রায় চারকোটি টাকা মূল্যের ৪ এক জমি দখলে নেন এবং বিভিন্ন ধরণের স্থাপনা নির্মাণ শুরু করেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, বনবিভাগের জমিতে ১০/১২ জন শ্রমিক, বিশাল স্থাপনা নির্মাণের কাজ করে চলেছে। এসময় জমির দাবিদার রতন মিয়া জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত ওই জমি নিয়ে বনবিভাগের সাথে তাদের মামলা চলছে। কিন্তু রফিকুল ইসলাম পাশের ৩০৭ নম্বর সিএস দাগে কিছু নামা জমি ক্রয় করে তাদের বাড়িটি বাদ দিয়ে ২৫২ দাগের পুরোবিটাটি দখলে নিয়েছেন এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ করে চলেছেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রফিকুর ইসলাম নামে এক প্রভাবশালী বনবিভাগের কয়েক কোটি টাকা মূল্যের ওই জমিটি দখলে নিয়ে গত দেড় মাস ধরে স্থাপনা
নির্মাণের কাজ চালালেও রহস্যজনক কারণে বনবিভাগের তেমন তৎপরতা চোখে পড়েনি।
অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, স্থানীয় মজিবর রহমান ও তার বোনদের কাছথেকে ২০২২ সালে সাফকবলামূলে ২৫২ নম্বর দাগে ৯৬ শতাংশ জমি কিনে তিনি স্থাপনা নির্মাণ করছেন। তখন সাবরেজিস্ট্রার ইমরুল কায়েস ভালুকার দায়িত্বে ছিলেন।
ভালুম রেঞ্জের কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন খান, ঝুদিগড় মৌজার ২৫২ নম্বর দাগে মোট জমির পরিমান রয়েছে ২৬২ একর, যার পুরোটাই বনবিভাগের। রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি তাদের জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণের বিষয়টি স্বীকার করে বলেন, ওই ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: হারুন অর রশিদ খান জানান, অদিগড় মৌজার ২৫২ নম্বর দাগের পুরো জমিই বনবিজ্ঞপ্তিত। জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণের অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com