প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৭, ২০২৪ সময়ঃ ৩:০৪ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনদুপুরে কাপড়ের দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৯টায় উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ওসি মোঃ শাহিনূজ্জামান খানসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, শুক্রবার সকাল ৯টায় শিবগঞ্জ-গয়েশপুর সড়কে দীঘা গ্রামের মৃধাবাড়ী সংলগ্ন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য  মাকসুদুল ইসলাম রতন এর কাপড়ের দোকানের মালামালসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে রতন মিয়া জানান, সকাল পৌনে ৯টায় দোকান বন্ধ করে বাড়ীতে আসার পর একজন ফোন করে জানালো তার দোকান লুট হচ্ছে, তাৎক্ষণিক দোকানে গিয়ে দেখেন, ক্যাশ কাউন্টার থেকে নগদ ৫,০০০/- টাকাসহ ঈদে বিক্রয়ের জন্য আনা প্রায় ৩ লাখ ২০ হাজার টাকায় কাপড় নিয়ে গেছে। দুর্বৃত্তরা প্রাইভেট কার নিয়ে এসেছিলো বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে দোকানের মালিক মাকসুদুল ইসলাম রতন বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com