প্রকাশিত হয়েছেঃ মার্চ ১২, ২০২৪ সময়ঃ ৮:২৫ অপরাহ্ণ

Spread the love
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি হত্যা মামলার আসামিকে খুনের ঘটনায় এক ইউপি চেয়ার‌ম্যানকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
গফরগাঁও থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান জানান, নিহতের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে গত সোমবার রাতে ওই মামলাটি করেন।
মামলায় উপজেলার রাওনা ইউপির চেয়ারম্যান মোঃ সাহাবুল আলমকে প্রধান আসামি করা হয়।
এতে মোট ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
নিহত রবিউল ইসলাম নয়ন একই ইউনিয়নের হুমায়ূন কবিরকে হত্যা মামলার আসামি ছিলেন।
ওসি মোঃ শাহিনূজ্জামান খান জানান, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা গেছে, গত ৭ মার্চ, বৃহস্পতিবার রাতে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের মৃত শহর আলী মেম্বারের ছেলে রবিউল ইসলাম নয়ন (৩০) মোটরসাইকেল যোগে গফরগাঁও বাজারে যাওয়ার পথে গাবতলী গন্ডগ্রাম এলাকায় হামলার শিকার হন। দুর্বৃত্তের দল তাকে কূপিয়ে হাত বিচ্ছিন্ন সহ পায়ের রগ কেটে জখম করে। পরদিন শুক্রবার ভোর সকালে ঢাকা সোহরাওয়ার্দী  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com