প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৩ সময়ঃ ৫:৫৬ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় কল্পনা রানী (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহষ্পতিবার (১৬ ফেব্রæয়ারী) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে। নিহত কল্পনা রানী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সোহাগীদহর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র সাহার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থান দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন কল্পনা রানী। ওই সময় ময়মনসিংহগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্যে নিহতের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মোট পড়া হয়েছে: ১৮৫