প্রকাশিত হয়েছেঃ জুন ১৭, ২০২২ সময়ঃ ১১:১৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ সদর ও নান্দাইল উপজেলায় বজ্রপাতে দুই জন কৃষক ও তিন শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের দড়ি কুষ্টিয়া গ্রামের কৃষক আবু বক্কর (৪০), জাহাঙ্গীর আলম (৩০) এবং নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১) ও বিল্লাল হোসেনের ছেলে শাওন (৮)।
শুক্রবার (১৭ জুন) বেলা ২ টার দিকে ভারী বৃষ্টি শুরুর সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বজ্রপাতে দুই কৃষক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের ইউপি সদস্য মো. গোলাপ হোসেন জানান, বৃষ্টির সময় ওই তিন শিশু এক সাথে মাছ ধরতে গেলে বেলা দুইটার দিকে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজন কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।