প্রকাশিত হয়েছেঃ মে ২৮, ২০২২ সময়ঃ ১২:৫৯ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ২৮ মে শনিবার।।
জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক মনোনীত করায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলা ও পৌর যুবদল। ২৮ মে শনিবার দুপুরে অনুষ্ঠিত মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে পাইলট স্কুল রোডে গিয়ে সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্ল্যাহ চৌধুরী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক, পৌর যুবদলের সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমূখ। পরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।