প্রকাশিত হয়েছেঃ মে ১৯, ২০২২ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি, ১৯ মে।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অপহরণের ১০ দিন পর স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী সজিব (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৯ মে) সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয় । সে উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আজিজুল হকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, অপহরণকারী সজিব গত ৯মে (সোমবার) রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থীকে উপজেলার রসুলপুর ইউনিয়নের বরবরা এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।শিক্ষার্থী বাড়ি ফিরে না আসায় তার পরিবার বাদী হয়ে ওই রাতেই গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করে। অপহরণের ১০ দিনে পরে পুলিশের ফাঁদে অপহরণকারী পা দেয়। গত বুধবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের সাইন্দাইন গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন,গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় অপহরণকারী সজিবকে গ্রেফডার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়।