প্রকাশিত হয়েছেঃ মে ১২, ২০২২ সময়ঃ ১০:৪০ অপরাহ্ণ

Spread the love

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক, ১২ মে।।
স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং প্রশাসনের হস্তক্ষেপের পরও চাঁদাবাজদের কবল থেকে রক্ষা পাচ্ছেন না গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। সিটি করপোরেশনের নামে কথিত ‘টোল আদায়ের রশিদ’ ছাপিয়ে বোর্ডবাজারসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের ফুটপাথের চার শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে প্রতিদিন মোটা অংকের চঁাদা আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
ফুটপাথের কয়েকশ’ ব্যবসায়ী ও মার্কেট মালিকরা বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ডবাজার বাসস্ট্যান্ড এলাকায় চঁাদাবাজদের প্রতিরোধের জন্য জড়ো হন। এসময় এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে চঁাদাবাজরা পালিয়ে যায়। মার্কেট মালিক আলী আকবর বুলু জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের লোকজন সিটি করপোরেশনের নামে ফুটপাথের ব্যবসায়ীদের কাছ থেকে ব্যবসার ধরণ অনুযায়ী দোকানপ্রতি ৫০ থেকে দেড়শ’ টাকা করে চঁাদা আদায় করে। কেউ চাঁদা না দিলে চলে শারীরিক নির্যাতন। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এসব অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীর কান্না ও দুর্দশা দেখে পাশের মার্কেট মালিকরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে হস্তক্ষেপ কামনা করেন। প্রতিমন্ত্রী অবিলম্বে চঁাদাবাজি বন্ধ করার জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে নির্দেশ দেন। অপরদিকে কেউ চঁাদা আনতে গেলে তাকে ধরে পুলিশে সোপর্দ করার জন্যও গাছা থানার ওসি মার্কেট মালিকদের সহযোগিতা চান। এর পরও বৃহস্পতিবার বিকেলে চঁাদাবাজরা সংঘবদ্ধ হয়ে চঁাদা উত্তোলন শুরু করলে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মূহুর্তের মধ্যে কয়েকশ ব্যবসায়ী ও স্থানীয় মার্কেট মালিকরা জড়ো হয়ে ধাওয়া দিলে চঁাদাবাজরা পালিয়ে যায়।
এদিকে সিটি করপোরেশনের নামে ফুটপাথের ব্যবসায়ীদের কাছ থেকে চঁাদা আায়ের ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, মহাসড়কের পাশে কেন দোকান বসে আগে সেই রিপোর্ট করেন, তার পর আমার বক্তব্য দিব।
এব্যাপারে গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, নিষেধ করার পরও চঁাদা আদায় করা হচ্ছে বলে ব্যবসায়ী ও মার্কেট মালিকরা অভিযোগ করেছেন। চঁাদাবাজদের গ্রেফতারে অভিযান চলবে।

#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com