প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৩, ২০২২ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি,২৩ এপ্রিল।।
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে নিয়ে গফরগাঁও থানার পুলিশ এলাকায় যাতে কোনো প্রকার চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ও অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদের নেতৃত্বে পৌর এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে থানা পুলিশ মটরসাইকেল মহড়া দেয়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ স্থানীয় সাংবাদিকদের জানান, অপরাধ রোধ করতে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। গুরুত্বপূর্ণ স্থান, মার্কেট, বিপনী বিতানগুলোসহ রাস্তায় রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদ সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন মার্কেট ও ফুটপাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সময় সময় গফরগাঁও পৌর এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মহড়া দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, সকাল থেকে রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com