প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ১৬, ২০২২ সময়ঃ ১২:৪২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ১৫ এপ্রিল।।

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক নায়া দিগন্ত ও দৈনিক আজাদীর পেকুয়া প্রতিনিধি ও পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিম। হামলায় সাংবাদিক ছফওয়ানের মাথা, গলা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়াস্থ ব্রিজের পাশে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক ছফওয়ানুল করিম জানান, পেকুয়া প্রেস ক্লাবের উদ্দেশে বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে বের হন তিনি। এ সময় অতর্কিতভাবে একদল সন্ত্রাসী তাকে চারদিক থেকে ঘিরে হামলা চালায়। এতে নেতৃত্ব দেয় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী নাইট গার্ড মিফতাহ উদ্দিন, তার দুই ছেলে রাসেল ও ছোটনসহ ৭ জন।

সাংবাদিক ছফওয়ান বলেন, পেকুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রোগী ভর্তি ও চিকিৎসা শেষে ছাড় নেয়ার সময় বাধ্যতামূলকভাবে টাকা হাতিয়ে নিচ্ছিল অস্থায়ী কর্মচারী মিফতাহ উদ্দিন। অসংখ্য ভুক্তভোগীর কাছ থেকে সেই অভিযোগ পেয়ে মিফতাহ উদ্দিনের ব্যাপারে তথ্য সংগ্রহ করছিলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তার ওপর। হামলায় তার মাথা, গলা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

এই বিষয়ে  মো. ছফওয়ানুল করিম বাদী হয়ে হামলায় জড়িত সাতজনের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে অবশ্যই মামলা রুজু করে আসামিদের গ্রেপ্তার করা হবে।”

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়েছেন,  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন – বিএফইউজের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ এবং অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com