প্রকাশিত হয়েছেঃ মার্চ ১৯, ২০২২ সময়ঃ ৮:০৬ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

আন্ত:উপজেলা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শিরোপা জয়ে মুক্তাগাছা উপজেলা ১-০ গোলে ধোবাউড়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১৯ মার্চ) বিকাল ৩ টায় নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আন্ত:উপজেলা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজনের প্রধান অতিথি হিসেবে ম্যাচের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
উক্ত আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস,
ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার), পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, ও ময়মনসিংহ জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।
ময়মনসিংহের সকল উপজেলার অংশগ্রহণে ১৫ দিনব্যাপি অনুষ্ঠিত এ ফুটবল টু্র্নামেন্টের শিরোপা নির্ধারণী খেলায় ধোবাউড়া ও মুক্তাগাছা উপজেলা অংশগ্রহণ করে এবং মুক্তাগাছা উপজেলা ১-০ গোলে জয়ের মাধ্যমে টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব অর্জন করে চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রশাসন, ময়মনসিংহ- এর পক্ষ থেকে অত্যন্ত সুন্দর, পরিচ্ছন্ন ও প্রতিযোগিতামূলক একটি ফুটবল ম্যাচ উপহার দেয়ার জন্য চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলকেই অভিনন্দন জানানো হয়েছে।
মোট পড়া হয়েছে: ১৫০
সর্বশেষ খবর
- ময়মনসিংহে দৈনিক গণমানুষের আওয়াজ এর ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত
- গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিককে হত্যার হুমকি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও থানায় জিডি
- ভালুকার দু’টি রেঞ্জে বনবিভাগের জমি দখলে নিয়ে অর্ধশতাধিক বাড়ি-ঘর নির্মাণের অভিযোগ
- গফরগাঁওয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে যুবদল কর্মী নিহত
- গফরগাঁওয়ে সুলভ মূল্যের হাট, ক্রেতাদের উপচেপড়া ভিড়