প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৩, ২০২৬ সময়ঃ ৬:৩৬ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে চতুর্থ দিনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে মুহাম্মদ মোর্শেদ আলম নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের মাধ্যমে মনোনয়ন বৈধ হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মুহাম্ম মোর্শেদ আলম তার প্রতিক্রিয়ায় বলেন, আলহামদুলিল্লাহ, মনোনয়ন ফিরে পাওয়া আমার ব্যক্তিগত সাফল্য নয় এটি ভালুকার আপামর জনতার বিশ্বাস, ভালোবাসা ও ন্যায়ের প্রতি আস্থার বিজয়। এলাকার মানুষের দোয়া, সমর্থন ও উৎসাহ আমাকে আরো দায়িত্বশীল করে তুলেছে। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ জনগণের অধিকার রক্ষা, উন্নয়ন ও ন্যায়বিচারের পক্ষে অবিচল থেকে কাজ করে যাবো। সাধারণ মানুষের শক্তিতেই আমি এগিয়ে যাবো।
প্রসঙ্গত, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ সময় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ার অভিযোগে মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com