প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১১, ২০২৬ সময়ঃ ১:৪৭ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও বাজারে পাট মহল মোড় এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ৬টায় এই আগুনের ঘটনা ঘটে।

আগুনে জমিরের চাউল ও চিনির দোকান, আনোয়ারের ফলের দোকান ও মফিজের মুড়ি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও গফরগাঁও ফায়ার সার্ভিসে কমীদের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিক হওয়ার পাইপের মাধ্যমে আগুনের সূত্রপাত।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, অগ্নিকাণ্ডে জমিরের চাউল/চিনি দোকানের প্রায় ৩০ লাখ টাকা, আনোয়ারের ফলের দোকানে প্রায় ১ লাখ টাকা ও মফিজের মুড়ি দোকানের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন.এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি, তাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করা হবে।

#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com