প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১০, ২০২৬ সময়ঃ ৪:৫৮ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ১৪৬ ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনে বাংলাদেশ জামাইতে ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী আনোয়ার হোসেন সুজন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২ টায় তারাকান্দা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন সুজন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে সংসদে গেলে দুর্নীতির বিরুদ্ধে সবচাইতে বেশি কাজ করবে। তিনি বলেন, আপনারা জানেন এর আগেও জামায়াতের দুজন মন্ত্রী এবং সংসদ সদস্য ছিলেন তারা জনগণ ও রাষ্ট্রের কোন টাকা দুর্নীতি করেন নাই। তাদের বিরুদ্ধে কোথাও কোন দুর্নীতির অভিযোগ নেই। বিগত সময়ে এদেশে ২৮ কোটি লক্ষ টাকা বিদেশে পাচার করেছে এদেশের রাজনৈতিক নেতারা। তারা এ দেশের সংসদ ও মন্ত্রী ছিলেন। কৃষক মজুর সাধারণ মানুষ তারা কিন্তু এ কাজ করে নাই। সকল দুর্নীতি অন্যায় বন্ধ হয়ে যাবে যদি ২০২৬ সালে আমরা সৎ লোক নির্বাচিত করতে পারি। তাহলে এদেশে আর দুর্নীতি থাকবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত কোন নেতা-কর্মীর কোন দুর্নীতি নেই। এর আগেও কোন দুর্নীতির সাথে জড়িত ছিল না, এখনো নেই। আমরা মনে করি যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে সব সমস্যার সমাধান করা সম্ভব। আমরা চাই এই বাংলাদেশে ন্যায় বিচারের জন্য কোনদিন যেন কাউকে দ্বারে দ্বারে ঘুরতে না হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামিক ক্ষমতায় আসলে ইনসাফপূর্ণ সুবিচার প্রতিষ্ঠা করবে। একেবারে সাধারন মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ পূর্ণমানুষ পর্যন্ত তাদের ইনসাফপূর্ণ বিচার পাবে। জামাত ইসলামের নির্বাচিত হলে একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে। যে শিক্ষা নিয়ে মানুষ কখনো চিটার বাটপার হতে পারবেনা, আদর্শচ্যুত হতে পারবেনা।

এসময় তিনি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করণ নিয়ে কথা বলেন। তিনি বলেন বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষের খাদ্য, বস্ত্র,শিক্ষা, চিকিৎসাও বাসস্থান নিশ্চিত করা হবে। জামাত ইসলাম ক্ষমতায় গেলে, এদেশের প্রশাসনের দুর্নীতি একেবারে বন্ধ করে দেওয়া হবে। দুর্নীতিমুক্ত একটি প্রশাসন আমরা উপহার দিব। কারো নাম পরিচয় ব্যবহার করে, তদবির করে দুর্নীতি করার সুযোগ এই জামাতে ইসলামী তে নাই। বাংলাদেশ জামাতে ইসলামীতে স্বজন প্রীতির কোনো সুযোগ নেই। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে, অঞ্চলের রাস্তাঘাট বিশ সাল বাদ শিক্ষা ব্যবস্থার দিকে বেশি তিনি নজর দিবেন এর উন্নয়ন করবেন। তিনি বলেন, ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, জামায়েত ইসলামী নির্বাচিত হলে, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের পূর্ণাঙ্গ অধিকার দিবে।

মতবিনিময় সভায় উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল হান্নান সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com