প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৯, ২০২৬ সময়ঃ ১০:১৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেলের চাপায় রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম জামিরদিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

