প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৮, ২০২৬ সময়ঃ ১১:৪৮ অপরাহ্ণ

Spread the love

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা কাকনী ইউনিয়নের কালাজানি গ্রামের কৃষক ইয়াকুব আলী সংসারের অভাবের তাড়নায় ২০ শতক জমি প্রতিবেশী আবুল কাশেম এর কাছে বন্ধক রাখেন ১৫ হাজার টাকার বিনিময়ে। পরবর্তীতে আবুল কাশেমের কাছ থেকে আরও ৪০ হাজার টাকা নেয় ইয়াকুব আলী। এভাবে বিভিন্ন সময়ে ধাপে ধাপে মোট ৭০ হাজার টাকা আবুল কাশেম এর কাছ থেকে নেয় ইয়াকুব আলী। পরবর্তীতে আবুল কাশেমের কাছ থেকে বন্ধকী বাবদ নেওয়া সমস্ত টাকা পরিশোধ করেন ইয়াকুব আলী। বন্ধকীর‌ সমস্ত টাকা পরিশোধ করার পরেও নিজের জমিতে নামতে পারছেন না ভুক্তভোগী কৃষক ইয়াকুব আলী। অপরদিকে কৃষক ইয়াকুব আলী ও তার পরিবারকে সামাজিকভাবে হেই প্রতিপন্ন এবং মান সম্মান ক্ষুন্ন করার জন্য সোশ্যাল মিডিয়া সহ সংবাদ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন আবুল কাশেম ও তার লোকজন। সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন কৃষক ইয়াকুব আলী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে কালাইজানি গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান কৃষক ইয়াকুব আলী।

কৃষক ইয়াকুব আলী জানান, ১৭ বছর আগে প্রতিবেশী আবুল কাশেমের নিকট কালাইজানি মৌজায় দাগ নং ১৩৯, বিআরএস খতিয়ানে ১৫২, পরিমাণ ৬৭ শতাংশের খাতে ৩৩.৫ জমি, তার মধ্যে ২০ শতাংশ জমি অর্থের বিনিময়ে বন্ধক রাখেন। পরবর্তীতে বন্ধকীর সমস্ত টাকা পরিশোধ করা হয় এবং আমি উক্ত জমি ভোগদখল করতে থাকি। আমি ভোগদখল বিদ্যামান থাকা অবস্থায় অজ্ঞাতনামা কিছু লোকের কু-শলা পরামর্শে দাবি করেন তিনি আমার কাছ থেকে জমি ক্রয় করে নিয়েছেন এবং আমার সাফ কাবলা জমি জোরপূর্বক ভাবে দখল করার চেষ্টা করে। গত ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় আবুল কাশেম এবং তার ছেলে দেলোয়ার, ইসমাইল, কালাম সহ দলবল নিয়ে দা, বল্লাম, দেশীয় অস্ত্র সহ অজ্ঞাতনামা অর্ধশতাধিক লোক নিয়ে দাঙ্গাহাঙ্গা দিয়ে আমার দখলীয় জমিতে বেআইনিভাবে হাল চাষ করে। এবং তারা জানায় আজকের পর থেকে ওই জমিতে গেলে আমাদেরকে খুন করে ফেলবে। এবং এই বিষয়ে থানায় কোন অভিযোগ করলে বাড়ি ঘরে হামলা ও অগ্নি সংযোগ করবে বলে হুমকি দেয়। এবং তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার কাছে আরো দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে জানান কৃষক ইয়াকুব আলী। তাদের কথা অনুযায়ী চাঁদা না দিলে আমার ছেলেকে অপহরণ করে ধরে নিয়ে যাবে বলে হুমকি দেয়। সপরিবারের জীবনের নিরাপত্তা এবং নিজের সম্পত্তি উদ্ধারের জন্য রাষ্ট্রের কাছে জোর দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে কৃষক ইয়াকুব আলীর পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com