প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৯, ২০২৫ সময়ঃ ৮:১১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদ মোরশেদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতা-কর্মীরা।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ-আল- মামুন এবং উপজেলা নির্বাচন অফিসার ফখরুল আজমের কাছে এই মনোনয়নপত্র জমা দেন কেন্দ্রীয় এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু রিজভী আল হোসাইনী।
এ সময় গফরগাঁও উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সহ-সভাপতি হোসেন মিয়া, প্রচার সম্পাদক মনির খান, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাস্টার, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহারসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
####

