প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৯, ২০২৫ সময়ঃ ৬:৩৬ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ ১১, ভালুকা সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী ছাইফ উল্যাহ পাঠান ফজলু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফিরোজ হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারী শহিদুর রহমান শাহিন, কর্মপরিষদ সদস্য মাওলানা মোবারক হোসেন, উপজেলা উলামা বিভাগের সভাপতি ড. আবুল কাশেম ও উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক তৈয়ব হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ্ব।
মনোনয়ন দাখিলের পরে সাংবাদিকদের সাথে এক প্রতিক্রিয়ায় ছাইফ উল্যাহ পাঠান ফজলু বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে রাজনৈতিক প্ররিক্রমায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে ইতহাস সৃষ্টি করতে যাচ্ছে ইনশা আল্লাহ। আমরা সেই ইতিহাসের স্বাক্ষী। সামনের নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয় লাভ করবে ইনশা আল্লাহ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com