প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৮, ২০২৫ সময়ঃ ৭:৩০ অপরাহ্ণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও আসনে বিএনপির মনোনীত মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন পরিবর্তনের দাবীতে মনোনয়ন বঞ্চিত নেতাদের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা দ্বিতীয় দিনের মতো চলমান আন্দোলনের মুখে ফের ঢাকা- দেওয়ানগঞ্জগামী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মনোনয়নকে কেন্দ্র পৌর শহরের বিক্ষোভ ও অবরোধের মুখে রেললাইনে আগুন, গাছের গুড়ি ও বালু দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। সকালের দিকে কিছু ট্রেন চলাচল করে। সেনা প্রহরায় গফরগাঁও রেলষ্টেশনে আটকে থাকা ময়মনসিংহগামী বলাকা ট্রেনটি ছেড়ে যায় । বেলা ১২ টার দিকে তিস্তা এক্সপ্রেস গফরগাঁও স্টেশনে এসে পুনরায় আটকা পড়ে। অন্য কোনো ট্রেন আসেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ফলে ট্রেন যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাষ্টার হানিফ আলী বলেন, পিডব্লিউর বাংলোর সামনে , শিবগঞ্জ রেলক্রসিং, কাচারী রেল ক্রসিং এলাকায় স্লিপার ফেলে অগ্নিসংযোগসহ রৌহা কালীরহাট এলাকায় রেললাইনের উপর বালু ও আগুন দিয়ে রেল চলাচলে বাধা সৃষ্টি করছে বিক্ষুব্ধ জনগন।
উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় চেষ্টা করছি গফরগাঁও এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে।
#####

