প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৮, ২০২৫ সময়ঃ ৫:১৩ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার শ্রীতেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিতাই চন্দ্র বর্মণ এবং তাহের আলীর ছেলে মো. আবুল কালামকে
ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে শাড়ি বিতরনের খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন ওই স্থানে অভিযান চালান এবং শাড়ি বিতরণ করে নির্বাচনী আচরণ বিধি লংঘণের দায়ে নিতাই চন্দ্র বর্মণ এবং মো. আবুল কালামকে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ভঙ্গ করায় অভিযুক্ত দু’জনকে ত্রিশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

