প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৪, ২০২৫ সময়ঃ ৭:০০ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং ময়মনসিংহে জেলা সংবাদপত্র হকার সমবায় সমিতি অংশ নেন।
ময়মনসিংহ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করা সাংবাদিক সংগঠনগুলো হলো, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন। এছাড়াও ময়মনসিংহ জেলা সংবাদপত্র হকার্স সমবায় সমিতি অংশগ্রহণ করেন।
সংবাদমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে এ সময় সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, বিগত সময়ে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ার ফলশ্রুতিতে প্রথম আলো ও ডেইলি স্টার আক্রান্ত হয়েছে। রাষ্ট্রকে গণমাধ্যমে হামলার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ কনিক, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি শরীফুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এ এস এম হোসাইন শাহীদ, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সদস্য ও অধিকারের জেলা সমন্বয়ক আবদুল কাইয়ুম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান, সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম রিপন, ময়মনসিংহ বুক সেন্টারের ব্যবস্থাপক আবদুল আজিজ প্রমুখ।
এদিকে বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক, ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা এবং সদাজাগ্রত ময়মনসিংহের আয়োজনে মতপ্রকাশে হস্তক্ষেপ, সহিংসতা এবং প্রথম আলো, দ্যা ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে সর্বসাধারণের প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে।

