প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৩, ২০২৫ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন।।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ ৪ ইট ভাটাকে ১২ লক্ষ টাকা জরিমানা আদায় করে প্রশাসন।

সোমবার (২২ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের পরিচালনায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে ৪ টি অবৈধ ইটভাটাকে ১২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যে ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সেগুলো হলো, জেলার শ্রীবরদীর পূর্বখরিয়া মেসার্স মদিনা ব্রিকস কে ২ লক্ষ ৫০ হাজার টাকা,ফতেহপুর দহেরপাড় এলাকায় মেসার্স শ্রীবরদী জিগজ্যাগ ব্রিকস কে ৩ লক্ষ টাকা, খোশালপুর এলাকার
মেসার্স একতা ব্রিকস কে ৩ লক্ষ টাকা, বলদিয়ারচর এলাকার মেসার্স মনিরা ব্রিকস কে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু এবং মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শ্রীবরদী উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীবরদী, শেরপুর এর প্রতিনিধি এবং শ্রীবরদী থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com