প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২১, ২০২৫ সময়ঃ ৭:৩৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য, বিটিভির সাবেক মহাপরিচালক, ঢাকাস্থ গফরগাঁও সমিতির সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ আর নেই। গতকাল রোববার, ২১ ডিসেম্বর ভোর রাত ৩ টা ৪০ মিনিটে ঢাকা উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের লংগাইর (সরকার বাড়ী) গ্রামে। রোববার বাদ আসর মরহুমের লংগাইর গ্রামের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল-মামুনসহ উপজেলা প্রশাসন শোক প্রকাশ করেন।
###

